চিত্রগৃহের বিবরণ
প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
ঠিকানা: ২২০এ, রাসবিহারী অ্যাভিনিউ, কলকাতা ১৯
শুভারম্ভ: ২৪।১২।১৯৩৪
প্রদর্শিত প্রথম ছবি: ক্যারাভান
এখন: বন্ধ
বালিগঞ্জ-গড়িয়াহাট এলাকার বহু পুরনো হল। প্রতিষ্ঠাতা ছিলেন কেশব দত্ত। মেয়েদের জন্য আলাদা শো-এর ব্যবস্থা থাকত এখানে। ইংরেজি, হিন্দি, বাংলা সব ভাষার ছবিই দেখানো হত।
উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)
শাঁখা সিঁদুর, আবর্ত, পদ্মাবতী জয়দেব (ডাব্ড), যুগমানব কবীর, ভাগ্যলিপি, কৃষ্ণার্জ্জুন, শ্রীরাধার মানভঞ্জন, বেদেনীর প্রেম, কালপুরুষ, মান অপমান, মহাবীর কৃষ্ণ