ঠিকানা: ২ ইন্দ্র রায় রোড, কলকাতা ২৫
শুভারম্ভ: ৮.৭.১৯৪৮
প্রদর্শিত প্রথম ছবি: সাধারণ মেয়ে
এখন: চলছে
আর্টস পিকচার্স লিমিটেড ভবানীপুরে ৮২৪টি আসন নিয়ে একটি সিনেমা হল স্থাপন করে এবং নাম দেয় ইন্দিরা। ভবনের বাইরের নকশা করার দায়িত্বে ছিলেন এম কে ঘোষ। অভ্যন্তরীণ সজ্জা খগেন রায় করেছিলেন। এটি শীতাতপ নিয়ন্ত্রিত ছিল। আর্টস পিকচার্স লিমিটেডের প্রথম পরিচালক অবনীচন্দ্র বসু এর উদ্বোধন করেন। আর ডি বনসল আশির দশকের শুরুর দিকে এই হলের মালিকানা পান। বর্তমান মালিক রাজেন্দ্র বাগারিয়া দায়িত্ব গ্রহণ করেন ১৯৯৮ সালে। তিনিই এখন আর্টস পিকচার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক। হিন্দি ছবি তো বটেই, রাজেন্দ্র বেশ কিছু বাংলা ছবিও দেখিয়েছেন এই হলে। পরান যায় জ্বলিয়া রে (২০০৯) এবং চ্যালেঞ্জ (২০০৯) এখানে ভাল ব্যবসা করেছে। তবে ইদানীং বাংলা ছবি তেমন একটা ভিড় টানতে পারেনি। লকডাউনের আগে এখানে কয়েকটি গুজরাটি সিনেমা মুক্তি পেয়েছিল। ২০২১-এর ১১ অগস্ট রাধে ছবি দিয়ে হল আবার চালু হয়৷ তার পরে বেশ কিছু পুরনো ছবির পুনঃ প্রদর্শন হয়েছে এখানে। সন্ধে এবং রাতের শোয়ে নতুন পাঞ্জাবি সিনেমাও দেখানো শুরু হয়। যেহেতু ভবানীপুরে প্রচুর পাঞ্জাবি পরিবার রয়েছে, তাঁরা অনেকেই ভিড় করেছেন এখানে। কখনও কখনও ছবি শুরুর আধ ঘণ্টা আগে বোঝা গিয়েছে, এখানকার একেকটা শো পাঞ্জাবি সম্প্রদায়ের ইভেন্টে পরিণত হয়েছে। উত্তমকুমারের সব ছবিই ইন্দিরাতে খুব ভাল চলত। নায়ক ছবির প্রিমিয়ারও এখানেই হয়। কিন্তু উত্তম এলে জনতা বিশৃঙ্খল হয়ে উঠবে, এমন ভয় ছিল। সত্যজিৎ রায় তবু বলেন: উত্তম, ভুলে যেও না এটা সত্যজিৎ রায়ের ছবি। তুমি এসো। উত্তম আসেন এবং যথারীতি হট্টগোল শুরু হয়ে যায়। উত্তমকেই তখন হাত তুলে জনতাকে শান্ত করে বলতে হয়, আমি অনুরোধ করছি, দয়া করে চুপ করে ছবিটি দেখুন। ভুলে যাবেন না এটা সত্যজিৎ রায়ের ছবি।
পুনশ্চ
রাজেন্দ্র বাগারিয়ার বাবা মোহনলালের একটি পরিবেশনা সংস্থা ছিল। মোহন পিকচার্স। তিনি মূলত পুরনো হিন্দি ছবি দেখাতেন। ১৯৮৫ সালে মারা যান। তাঁর কাছে প্রায় ৩০০ লবি কার্ড আর ফটোগ্রাফ ছিল। ইন্দিরা সেই বিরল প্রেক্ষাগৃহের মধ্যে একটি, যার দোতলায় সেই সব পুরনো লবি কার্ড, বুকলেট ইত্যাদি সাজানো আছে। আন (১৯৫২), মুঘল ই আজম (১৯৬০), গঙ্গা যমুনার (১৯৬১) মতো বিখ্যাত ছবিও তার মধ্যে আছে।
উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)
ধাত্রীদেবতা, মায়ের ডাক, রং-বেরং, সমাপিকা, তরুণের স্বপ্ন, অনন্যা, বামুনের মেয়ে, সাক্ষী গোপাল, সিংহদ্বার, স্বামিজী, উল্টোরথ, যুগদেবতা, মহাসম্পদ, মর্য্যাদা, পথহারার কাহিনী, সঞ্চালী, তথাপি, অপরাজিতা, বিপ্লবী ক্ষুদিরাম, ৪২, মিনতি, পণ্ডিতমশাই, রূপান্তর, অনিবার্য, চিতা বহ্নিমান, মহাপ্রস্থানের পথে, বনহংসী, মালঞ্চ, মুস্কিল আসান, পথনির্দ্দেশ, শেষের কবিতা, বকুল, ভক্ত বিল্বমঙ্গল, লেডিজ সিট, মা অন্নপূর্ণা, নদ ও নদী, নীলশাড়ী, ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণ, বিধিলিপি, দুই বোন, দুজনায়, গোধূলি, রাণী রাসমণি, আমার বৌ, ধূলার ধরণী, একদিন রাতে, সাগরিকা, শুভলগ্ন, শ্যামলী, অভিষেক, বাক্সিদ্ধ, বড়মা, একতারা, হারজিৎ, পরের ছেলে, পুনর্মিলন, রাত একটা, ডেলি প্যাসেঞ্জার, যৌতুক, লুকোচুরি, মানময়ী গার্লস স্কুল, প্রিয়া, বিচারক, জল জঙ্গল, জন্মান্তর, মৃতের মর্ত্ত্যে আগমন, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে, পুষ্পধনু, সোনার হরিণ, দেবর্ষি নারদের সংসার, গরীবের মেয়ে, ইন্দ্রধনু, যাত্রী, মেঘে ঢাকা তারা, শেষ পর্য্যন্ত, উত্তর মেঘ, কাঞ্চন মূল্য, লক্ষ্মী নারায়ণ, পুনশ্চ, রায় বাহাদুর, সন্ধ্যারাগ, স্বরলিপি, আমার দেশ (ছোট), অভিযান, অতল জলের আহ্বান, কাজল, সঞ্চারিণী, শিউলিবাড়ি, সরি ম্যাডাম, দুই নারী, এক টুকরো আগুন, মহানগর, সাত পাকে বাঁধা, শ্রেয়সী, অনুষ্টুপ ছন্দ, বিভাস, চারুলতা, দীপ নেভে নাই, দুইপর্ব, সুভা ও দেবতার গ্রাস, আকাশকুসুম, বাক্সবদল, কাপুরুষ ও মহাপুরুষ, রাজা রামমোহন, রূপ-সনাতন, তৃষ্ণা, জোড়াদীঘির চৌধুরী পরিবার, কাঁচ কাটা হীরে, নতুন জীবন, নায়ক, অজানা শপথ, বালিকা বধূ, নায়িকা সংবাদ, বালুচরী, ছোট্ট জিজ্ঞাসা, আঁধার সূর্য, বালক গদাধর, মায়া, ছায়াতীর, স্ত্রী, আবিরে রাঙানো, বিজ্ঞান ও বিধাতা, এক যে ছিল বাঘ, মর্জিনা আবদাল্লা, অলো ও ছায়া, ছন্দপতন, কোরাস, যদুবংশ, জন্মভূমি, যে যেখানে দাঁড়িয়ে, সাধু যুধিষ্ঠিরের কড়চা, স্বর্ণমঞ্জরী (ডাব্ড), আমি সে ও সখা, রাগ অনুরাগ, শর্মিলা, স্বয়ংসিদ্ধা, দত্তা, জীবন নিয়ে, মোহনবাগানের মেয়ে, এক যে ছিল দেশ, মন্ত্রমুগ্ধ, নানা রভের দিনগুলি, শেষরক্ষা, স্বাতী, তীর ভাঙ্গা ঢেউ, আগুনের ফুল্কি, ডাক দিয়ে যাই, দুই পুরুষ, জয় মা তারা, নিষ্কৃতি, রেঞ্জার সাহেব, সিংহদুয়ার, ঘটকালি, জীবন যে রকম, জয় বাবা ফেলুনাথ, নবদিগন্ত, পরিচয়, প্রতিবিম্ব, সমাধান, বাতাসী, ব্যাপিকা বিদায়, রাজনন্দিনী, শেষ বিচার, সীতা, ফাদার, ন্যায় অন্যায়, ওগো বধূ সুন্দরী, সোনায় সোহাগা, সূর্যসাক্ষী, স্বামী-স্ত্রী, খারিজ, মমতা, ময়নাতদন্ত, প্রেয়সী, রাজবধূ, রসময়ীর রসিকতা, সতী সাবিত্রী সত্যবান, শঠে শাঠ্যং, অগ্রদানী, জীবন মরণ, নিম অন্নপূর্ণা, ফটিকচাঁদ, পিকু (ছোট), রবি সোম, সমাপ্তি, তনয়া, অমরগীতি, জয় পরাজয়, লাল গোলাপ, সমর্পিতা, মহারুদ্র (ডাব্ড), পরমা, সোনার সংসার, তিল থেকে তাল, শ্যাম সাহেব, স্বর্গসুখ, ছন্নছাড়া, করোটি, পুনর্মিলন, রাতের কুহেলী, অঙ্গার, গিলি গিলি গে, মস্তান (ডাব্ড), সংসার, জোয়ারভাঁটা, শেষ আঘাত, বউরাণী, ভালবাসা ও অন্ধকার, শেষ বিদায়, দালাল, মান সম্মান, সিনেমায় যেমন হয়, কথা ছিল, নটী বিনোদিনী, ফিরিয়ে দাও, প্রতিধ্বনি, ভয়, জামাইবাবু, মহান, নিখোঁজ, সিঁথির সিঁদুর, সোপান, অভিশপ্ত প্রেম, আজকের সন্তান, বহুরূপা, চন্দ্রগ্রহণ, দশ নম্বর বাড়ি, জীবন সন্ধান, যোদ্ধা, কালরাত্রি, লোফার, প্রতিরোধ, প্রেমসঙ্গী, সর্বজয়া, চৌধুরী পরিবার, শ্রীমান ৪২০, নিয়তি, স্বামীর ঘর, শাঁখা সিঁদুরের দিব্য়ি, শত্রুমিত্র, সাগরিকা