চিত্রগৃহের বিবরণ

প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
গ্রেস

গ্রেস


ঠিকানা: ৯১ মহাত্মা গান্ধী রোড কলকাতা ৭

শুভারম্ভ: ১১.১২.১৯৫৩ ( গ্রেস)

এখন: বন্ধ

আগের নাম : আলফ্রেড থিয়েটার, নাট্য ভারতী, মিত্র থিয়েটার, দীপক

কার্জন থিয়েটার (১৯০৪), গ্র্যান্ড (১৯০৫), নিউ ক্লাসিক (১৯০৬), অ্যালফ্রেড (১৯১০), মিত্র থিয়েটার (১৯২৬), নাট্যভারতী (১৯৩৯)...নাট্যমঞ্চ হিসেবে দীর্ঘ পরিক্রমা পার করে চল্লিশের দশকে চিত্রগৃহে রূপান্তরিত হয় এই প্রেক্ষাগৃহ। তখন এর নাম হল দীপক। ১৯৫৩ সালে নাম বদলে হল গ্রেস। আর ডি বনসল হলটি হাতে নিলেন। মার্বেল পাথরের পারিবারিক ব্যবসা ওঁদের। ব্যবসা বাড়াতেই কলকাতা এসেছিলেন। তার পর আকৃষ্ট হলেন সিনেমার দিকেও। গ্রেস নেওয়ার পরে গ্রেস পিকচার্স নাম দিয়ে ১৯৫৭ সালে বনসল একটা পরিবেশনা সংস্থাও খুলেছিলেন। আর প্রযোজক হিসেবে ওঁর ভূমিকার কথা কে না জানে! ২০০৯-১০ নাগাদ বন্ধ হয়ে যায় গ্রেস। 

পুনশ্চ

হলিউডের বিখ্যাত নায়িকা গ্রেস কেলির নাম থেকেই এই হলের নাম গ্রেস রাখা হয়েছিল।

আরও গ্রেস ছবি