চিত্রগৃহের বিবরণ
প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
ঠিকানা: ৭ই লিন্ডসে স্ট্রিট, কলকাতা ১৬
শুভারম্ভ: ২৩.১১.১৯২২ (বিজু গ্র্যান্ড অপেরা)
প্রদর্শিত প্রথম ছবি: আ স্পোর্টিং ডাবল
এখন: আবার চালু হয়েছে
আগের নাম : বিজু গ্র্যান্ড অপেরা
নাট্যমঞ্চ হিসেবে এই প্রেক্ষাগৃহের ইতিহাস বেজায় পুরনো। ১৮৬৭ সালে সাহেবদের উদ্যোগে তৈরি হয় গ্র্যান্ড অপেরা নামে এই হল। সাহেবদের নাটকের পাশাপাশি দেশি নাটকও এখানে হত। ১৯২২ সালে ম্যাডানরা হলটি নিয়ে ছবি দেখাতে শুরু করে। তখন এটার নাম হয় অপেরা হাউস। গ্লোব নাম হয় আরও তিন বছর পরে, অর্থাৎ ১৯২৫ সালে। এর মালিকানা যায় বম্বের গ্লোব থিয়েটার্স প্রাইভেট লিমিটেড-এর হাতে। ২০০০ সালে হলটি ওই সংস্থার কাছ থেকে লিজ নিয়েছিলেন প্রিয়ার মালিক অরিজিত দত্ত। তবে ২০০৬ সালে লিজ ছেড়ে দেন তিনি। এখন সেখানে একটি শপিং কমপ্লেক্স হয়েছে। তারই মধ্যে একটি তলায় বড় পর্দা ফিরল ২০২৪-র পুজোর সময়।