চিত্রগৃহের বিবরণ
প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
ঠিকানা: ১৫৯/৮ এজেসি বোস রোড, কলকাতা ১৪
শুভারম্ভ: ২৫.৩.১৯৬৯
প্রদর্শিত প্রথম ছবি: পড়োসন
এখন: বন্ধ
বহু হিন্দি সিনেমা এক সময় জেমে রমরমিয়ে চলেছে। পরে আসন একটু কমিয়ে হলটির নাম হয় মিনিজেম। ১৯৯৮ সালে এটা বন্ধ হয়ে যায়। ২০০৫ সালে ওই বন্ধ হলেই আগুন লাগে। হলের কাঠামোটা এখনও আছে। সম্প্রতি বেশ কিছু প্রদর্শনী, ইনস্টলেশণ, পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেখানে হয়েছে।