ঠিকানা: ৩৭৩, রবীন্দ্র সরণি, কলকাতা ৭
শুভারম্ভ: ২৪.১২.১৯৩১ (গণেশ টকিজ)
প্রদর্শিত প্রথম ছবি: বীর অভিমন্যু
এখন: ভাঙা পড়েছে
আগের নাম : শো হাউস, সিনেমা সালঁ
এই প্রেক্ষাগৃহের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বাংলা ছবির আদি পিতা হীরালাল সেনের নাম। রাম দত্ত নামে এক ব্যক্তি তখন একটি প্রেক্ষাগৃহ নির্মাণ করতে উদ্যোগী হয়েছিলেন। তাঁর সঙ্গেই যোগ দিয়েছিলেন হীরালাল। তিনি তখন সদ্য লণ্ডন বায়োস্কোপ কোম্পানি থেকে ইস্তফা দিয়েছেন। রামের সঙ্গে মিলে গড়ে তুললেন প্রেক্ষাগৃহ শো হাউস। পরে হীরালালের ভাই মতিলাল হলটি লিজ নেন। সুলভ প্রেসের মালিক হরিদাস ঘোষের সঙ্গে মিলে হলটা নতুন করে গড়েন। এ বার নাম হল সিনেমা সালঁ। ১৯৩১ সালে হাতবদলের পরে সেই হলেরই নাম হল গণেশ টকিজ।
পুনশ্চ
গণেশ টকিজ নামটা বললেই দীর্ঘ দিন যাবৎ শুধু একটা হল নয়, একটা এলাকা, লোকজন, বিশেষ ধরনের সিনেমা সংস্কৃতি সব কিছুই বোঝাত। সেই আমেজটা ধরবেন বলে অঞ্জন দত্ত একটা ছবিই করেছিলেন, যার নাম গণেশ টকিজ।