চিত্রগৃহের বিবরণ
প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
ঠিকানা: সৌরেন রায় রোড, বেহালা
এখন: বন্ধ
নানা আইনি জটিলতায় সাধের সিনেমা হল অজন্তা বিক্রি করে দিতে হয়েছিল বীরেন রায়কে। ১৯৭২ সালে এই হাতবদলের পর বীরেন ঠিক করলেন, তিনি আরেকটা হল তৈরি করবেন। অজন্তার পর তাই এল ইলোরা। পরে অবশ্য অজন্তার নতুন মালিক মাখনলাল সাহার হাতেই ইলোরা তুলে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু উৎসাহ দেখাননি মাখন। তখন হিন্দ এগজিবিটর নামে একটা ট্রাস্ট তৈরি করা হল। ২০১৭-১৮ নাগাদ মাখনের পুত্র রতনলাল তার একজন পার্টনার হলেন। কিন্তু কর্মী সমস্যায় হলটা বন্ধই হয়ে গেল। রতন দায়িত্ব নিয়ে আবার খুললেন বটে, চালালেনও তিন বছর। তার পর আবার যে কে সেই। আবার ঝাঁপ ফেলল ইলোরা। এখন সেই মামলা শ্রম কমিশনে গেছে।
পুনশ্চ
বিধায়ক-সাংসদ বীরেন রায়ের বাড়ির ঠিক সামনেই তৈরি হয়েছিল ইলোরা। জমিটা ওঁদেরই। একাধিক ভাষা জানতেন বীরেন। বইও লিখেছেন বেশ কিছু।