চিত্রগৃহের বিবরণ

প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
অজন্তা

অজন্তা


ঠিকানা: ৩০ ডায়মন্ড হারবার রোড, কলকাতা ৩৮

শুভারম্ভ: ১৯৪৮

প্রদর্শিত প্রথম ছবি: ভুলি নাই

এখন: চলছে

রাজনীতিবিদ বীরেন রায় এবং তাঁর স্ত্রী মেঘমালা ১৯৪৮ সালে অজন্তা সিনেমা প্রতিষ্ঠা করেন। উদ্বোধনী ছবি ছিল ভুলি নাই। ১৯৫০ সালে বীরেন হলটি একজন ব্যবসায়ীকে ইজারা দেন এবং ক্রমে সেটি নানা আইনি জটিলতায় জড়িয়ে পড়ে। তা সত্ত্বেও ১৯৭২ সালে ব্যবসায়ী মাখনলাল সাহা হলটি কেনেন স্ত্রী সূর্যবালার নামে। সুপ্রিম কোর্টে যে মামলা চলছিল, সেটা কিছুদিন পরে মিটে যায়। বিরাট বাগান, ফোয়ারা ছিল এক সময় অজন্তার সামনে। কিন্তু ডায়মন্ড হারবার রোড চওড়া করার সময় ১৯৭২-৭৩ সালে সেই জমির অনেকটাই সরকার নিয়ে নেয়। বেহালার অন্য হলগুলো— ইলোরা, সুচিত্রা, অশোকা, পিয়াসী, পুষ্পশ্রী— বাংলা ছবি দেখাত। অজন্তায় হিন্দি ছবিই চলত বেশি। বিশেষ করে অমিতাভ বচ্চনের বেশ কিছু ছবি, দিওয়ার (১৯৭৫)-ডন (১৯৭৮)-মুকাদ্দর কা সিকন্দর (১৯৭৮) এখানে দেখানো হয়েছে। ১৯৮৬ সালে নাচে ময়ূরী চলেছিল ১০০ দিন। তবে বেহালার সম্ভ্রান্ত বাসিন্দারা এই হলে বড় একটা আসতেন না। অজন্তা ছিল কালোবাজারির আড্ডা। ১৯৯৮ সালে মারা গেলেন মাখনলাল। হলের দায়িত্ব গেল ছেলে রতনলালের হাতে। ২০০১ সালে হলটি মেরামতি করালেন তিনি। নিচের তলাটা ভাড়়া দেওয়া হল ব্যাংককে। দোতলায় রইল ৭৮০টি আসন। অজন্তা এ বার বাংলা ছবি দেখাতে লাগল। জিতের সাথী এখানে চলেছে ১০০ দিন। ২০০৬ সালে আরও এক প্রস্ত পরিবর্তন। নিচের তলা পুরোটাই ভাড়া দেওয়া হল। উপরের তলায় দু’টো স্ক্রিন হল। প্রথমে ৩০০ এবং ১৬০ এবং পরে অতিমারীর আগে সেখানে ২৫০ এবং ১৬০টি আসন ছিল।

আরও অজন্তা ছবি