চিত্রগৃহের বিবরণ

প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
বেবি পার্ল

বেবি পার্ল


ঠিকানা: ১২ সেন্ট্রাল অ্যাভিনিউ। কলকাতা ৭২

শুভারম্ভ: ১৯২৯?

এখন: অস্তিত্ব নেই

আগের নাম : চীনা থিয়েটার

চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে এখন যেখানে বারিক ভবন, সেখানে আগে ছিল একটি সিনেমা হল। নাম, চীনা থিয়েটার। নির্বাক ছবি, সবাক ছবি দু'রকমই দেখানো হয়েছে সেখানে। চিনেপাড়ার দর্শকদের জন্য আসত চীনা ছবি। সেই জন্যই নাম হয়েছিল চীনা থিয়েটার। ওই হলটাই তিরিশের দশকে কিছুদিন বেবি পার্ল নাম নিয়ে ইংরেজি ছবির প্রেক্ষাগৃহও হয়ে উঠেছিল। মজার বিষয় হল, এর অনেক দিন পরে বারিকরা যখন জমিটা নিলেন, তাঁরাও সিনেমা হলই করবেন ভেবেছিলেন। লাইফ নামে একটা সিনেমা হলের আদলেই বাড়িটা তৈরি হয়েছিল। কিন্তু সিনেমা হল শেষ অবধি আর হয়নি।

আরও বেবি পার্ল ছবি