চিত্রগৃহের বিবরণ

প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
অহীন্দ্র মঞ্চ

অহীন্দ্র মঞ্চ


ঠিকানা: ৩৩/৩৩ চেতলা সেন্ট্রাল রোড কলকাতা ২৭

শুভারম্ভ: ১৯৭৮?

এখন: অন্য কাজে ব্যবহার হচ্ছে

বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পরপরই চেতলা বাজারের কাছে তৈরি হয় অহীন্দ্র মঞ্চ। নাট্যমঞ্চ হিসেবেই তার গড়ে ওঠা। কাছেই অহীন্দ্র চৌধুরীর বাড়ি। প্রয়াত নটসূর্যের নামেই মঞ্চের নামকরণ হল। নয়ের দশকের মাঝামাঝি থেকে পুরসভার এই হল নিজেকে টিকিয়ে রাখার স্বার্থে সিনেমা দেখাতে শুরু করে। তবে সিঙ্গল স্ক্রিনের দর্শক কমে যাওয়ার যে সংকট, একটা সময়ের পর অহীন্দ্র মঞ্চকেও তা গ্রাস করে। বর্তমানে ভবনটি সংস্কার করে অন্য কাজে ব্যবহার হচ্ছে।

আরও অহীন্দ্র মঞ্চ ছবি