ঠিকানা: ৫/১, চৌরঙ্গী প্লেস, কলকাতা ১৩
শুভারম্ভ: ১৯১২
এখন: ভাঙা পড়েছে
আগের নাম : এলফিনস্টোন পিকচার প্যালেস, মিনার্ভা
কলকাতার একেবারে প্রথম আমলের স্থায়ী পাকা চিত্রগৃহ নির্মাণ করেন যাঁরা, ম্যাডানরা তাঁদের অন্যতম। চ্যাপলিন হলের আদি সংস্করণ এলফিনস্টোন পিকচার প্যালেস হল সেই আদি চিত্রগৃহগুলির একটি। গোড়ায় এখানে তাঁবু ফেলে ছবি দেখানো হত। ১৯১২ সালে উঠল পাকা বাড়ি। ১৯৩৪ সালে হলিউডের আরকেও পিকচার্সের সঙ্গে গাঁটছড়া বেঁধে তার নাম পাল্টে হয়, আরকেও এলফিনস্টোন। ১৯৩৯ সালে হলটি নিল ওয়ার্নার ব্রাদার্স। তখন এর নাম হল স্ট্র্যান্ড। ফের মালিকানা হাতবদলের পর এই সিনেমা হলই দীর্ঘদিন পরিচিত ছিল মিনার্ভা নামে। তার পর সরকার সেটি অধিগ্রহণ করে। চ্যাপলিনের জন্মশতবর্ষ উপলক্ষে নতুন নাম হয় চ্যাপলিন। এখন সে হলও নেই, বাড়িটিও নেই। পুরসভার বোর্ডে থেকে গেছে চ্যাপলিন স্কোয়ার নামটি।
উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)
আত্মজ