ঠিকানা: ২১৯ বিধান সরণি, কলকাতা-৬
শুভারম্ভ: ১০।১০।১৯৪৫
প্রদর্শিত প্রথম ছবি: ঘর
এখন: বন্ধ
সত্যভূষণ বসুর পিতা শশিভূষণ ১৯০৩-০৪ সালে ঢাকা থেকে কলকাতায় এসেছিলেন। তিনি ত্রিপুরা রাজ এস্টেটের দেওয়ান ছিলেন এবং কলকাতায় এসে প্রথমে রানি রাসমণির এস্টেটে কাজ নেন। এর পর তিনি গয়নার ব্যবসা শুরু করেন। শশিভূষণের ছয় পুত্র। সত্যভূষণ কলকাতায় ক্লাইভ ফ্যান কারখানা তদারকির দায়িত্বে ছিলেন। আরেক ছেলে ফণিভূষণ চলচ্চিত্রে আগ্রহী ছিলেন। তাঁবুতে সিনেমা দেখানোর যুগে তাঁর যশোর জেলায় পসার ছিল। সত্যভূষণ এবং ফণিভূষণ মিলে চাঁদবাণী প্রাইভেট লিমিটেড নামে একটি প্রযোজনা সংস্থাও স্থাপন করেছিলেন। তার পর কলকাতায় কর্নওয়ালিস স্ট্রিটে একটি জমি লিজ নিয়ে বীণা সিনেমা স্থাপন করেন। আরেক ছেলে কান্তিভূষণ হাওড়ায় কল্পনা সিনেমা হল খোলেন। ওঁদের আরেক ভাই বঙ্গভূষণ শান্তিপুরে সুশ্রী নামে একটি সিনেমা হল করেছিলেন।
পুনশ্চ
বসুশ্রীর তত্ত্বাবধায়ক দেবজীবন বসু জানান, পথের পাঁচালী ছবির জন্য সত্যজিৎ রায়কে বীণা সিনেমায় তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের উপস্থিতিতে সংবর্ধিত করা হয়েছিল।
উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)
অযান্ত্রিক (১৯৫৮), বাঘা যতীন (১৯৫৮), দেয়া নেয়া (১৯৬৩), অ্যান্টনি ফিরিঙ্গি (১৯৬৭)