ঠিকানা: ৬/১ শ্যামাপ্রসাদ মুখার্জী রোড, কলকাতা ২৫
শুভারম্ভ: ৮।৩।১৯৩৫
প্রদর্শিত প্রথম ছবি: দ্য লাইফ অফ আ বেঙ্গল ল্যান্সার
এখন: চলছে
১৯৩১ সালে ছবিঘর সিনেমা হল তৈরির পরে হরিপ্রিয় পাল ভবানীপুরে বিজলী হলটি নির্মাণ করেন। নাম রাখলেন নিজের মেয়ের নামে। ৯০০ আসন নিয়ে ১৯৩৫ সালে তৈরি হল বিজলী। শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা বসল ষাটের দশকে। তত দিনে মিনার-বিজলী-ছবিঘর বাংলা ছবির অন্যতম বড় চেন হয়ে উঠেছে। বিজলীতে তিনটি লবি আছে। দু'টো নীচে, অন্যটা দোতলায়, যেখানে ড্রেস সার্কল আর ব্যালকনি আছে। এখন ব্যালকনিতে ১৮৮ আর নীচে রিয়ার স্টলে ৬১৪ আসন রয়েছে। বিজলীতে গুগাবাবা ৬০ সপ্তাহ চলেছিল, আনন্দ আশ্রম চলেছিল ৭৫ সপ্তাহ। ঋত্বিক ঘটকের যুক্তি তক্কো গপ্পো, ঋতুপর্ণ ঘোষের উনিশে এপ্রিল মুক্তি পেয়েছিল বিজলীতেই। পিকু আর সদগতির বিশেষ শো, তরুণ মজুমদারের আলো ছবির প্রিমিয়ার এখানে হয়। ২০১৯ সালে ভারতের অস্কার এন্ট্রি বাছাইয়ের বৈঠকও অপর্ণা সেনের নেতৃত্বে এখানে হয়।
পুনশ্চ
গল্পসল্প করার জন্য কানন দেবীর প্রিয় জায়গা ছিল বিজলী। মণিহার ছবির মুক্তির সময় এক বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন হয়েছিল বিজলীতে। গান গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়।
উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)
হরিশ্চন্দ্র, কর্ম্মখালি (ছোট), পোষ্যপুত্র, চাঁদের কলঙ্ক, সমাজ, সন্ধি, ভাবীকাল, বন্দিতা, কলঙ্কিনী, বন্দে মাতরম্, নিবেদিতা, প্রতিমা, শান্তি, অলকানন্দা, দেশের দাবী, ঘরোয়া, মন্দির, নৌকাডুবি, রাত্রি, ভাইবোন, বিচারক, জয়যাত্রা, কালো ছায়া, মনে ছিল আশা, নারীর রূপ, স্যার শঙ্করনাথ, উমার প্রেম, অনুরাধা, আশাবরী, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, মহাদান, নিরুদ্দেশ, রাঙামাটি, সন্দীপন পাঠশালা, স্বামী, অপবাদ, দিগভ্রান্ত, দ্বৈরথ, ১০৯ ধারা, জিপ্সী মেয়ে, মানদণ্ড, সমর, সন্ধ্যাবেলার রূপকথা, অনুরাগ, ভৈরব মন্ত্র, ভক্ত রঘুনাথ, চীনের পুতুল, দর্পচূর্ণ, কূলহারা, রাজমোহনের বৌ, সম্পদ, সংকেত, সেতু, সুনন্দার বিয়ে, আলাদিন ও আশ্চর্য্য প্রদীপ, অমর ভূপালী (ডাব্ড), বাগদাদ, কা তব কান্তা, কবি চন্দ্রাবতী, কপালকুণ্ডলা, মধুরাতি, মানিকজোড়, পল্লীসমাজ, বৈমানিক, ব্লাইণ্ড লেন, বৌদির বোন, দুই বেয়াই, জালিয়াৎ, যোগ বিয়োগ, মহারাজ নন্দকুমার, মাকড়সার জাল, রাখী, রোশেনারা, সাত নম্বর কয়েদী, এটম্ বম্, ভাঙাগড়া, ছেলে কার !, হ্যাঁ, মরণের পরে, মনের ময়ূর, প্রফুল্ল, রিফিউজি, সাদা কালো, শুভযাত্রা, ছোট বউ, দেবী মালিনী, জয় মা কালী বোর্ডিং, জ্যোতিষী, পরেশ, সাজঘর, শ্রীবৎস-চিন্তা, উপহার, ছায়াসঙ্গিনী, হে মহামানব, কীর্ত্তিগড়, মদনমোহন, মহানিশা, মামলার ফল, মানরক্ষা, পরাধীন, পুত্রবধূ, সাবধান, শঙ্কর নারায়ণ ব্যাঙ্ক, শিল্পী, আঁধারে আলো, অভয়ের বিয়ে, অন্তরীক্ষ, Basantabahar, ছায়াপথ, দাতাকর্ণ, জীবন তৃষ্ণা, খেলা ভাঙার খেলা, রাস্তার ছেলে, শেষ পরিচয়, সিঁদুর, নাগিনী কন্যার কাহিনী, পুরীর মন্দির, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, শ্রীশ্রীমা, সূর্য্যতোরণ, স্বর্গ মর্ত্ত্য, আম্রপালী, বাড়ী থেকে পালিয়ে, দীপ জ্বেলে যাই, ইন্দ্রনাথ শ্রীকান্ত ও অন্নদাদি, ক্ষণিকের অতিথি, মরুতীর্থ হিংলাজ, দেবী, হসপিটাল, ক্ষুধিত পাষাণ, শুন বরনারী, আশায় বাঁধিনু ঘর, দুই ভাই, ঝিন্দের বন্দী, মধ্যরাতের তারা, সাথীহারা, আমার দেশ (ছোট), আগুন, বিপাসা, দাদাঠাকুর, হাঁসুলী বাঁকের উপকথা, মায়ার সংসার, নির্জন সৈকতে, নিশীথে, ন্যায়দণ্ড, ত্রিধারা, আরোহী, জীবন কাহিনী, কালস্রোত, কাঞ্চনরঙ্গ, কিনু গোয়ালার গলি, প্রভাতের রঙ, অভয়া ও শ্রীকান্ত, আলোর পিপাসা, একটুকু বাসা, একটুকু ছোঁয়া লাগে, সুরের আগুন, কাল তুমি আলেয়া, লব কুশ, মণিহার, পাড়ি, ছুটি, দুষ্টু প্রজাপতি, হাটেবাজারে, আপনজন, বাঘিনী, আরোগ্য নিকেতন, গুপী গাইন বাঘা বাইন, হার মানা হার, আঁধার পেরিয়ে, অশনি সংকেত, ননীগোপালের বিয়ে, স্ত্রীর পত্র, আলোর ঠিকানা, দেবীচৌঘুরাণী, ফুলেশ্বরী, ঠগিনী, ছুটির ফাঁদে, কবি, রাজা, রাণুর প্রথম ভাগ, সংসার সীমান্তে, দম্পতি, দুই বোন, হারমোনিয়াম, জন অরণ্য, আনন্দ আশ্রম, অসাধারণ, ভোলা ময়রা, একবিন্দু সুখ, জাল সন্ন্যাসী, যুক্তি তক্কো আর গপ্পো, তিন পরী ছয় প্রেমিক, আরাধনা (ডাব্ড), চারমূর্তি, গোলাপ বৌ, জটায়ু, বনবাসর, ব্রজবুলী, দৌড়, গণদেবতা, মাদার, বন্ধন, অবিচার, বন্দী বলাকা, দুর্গা দুর্গতি নাশিনী, কলঙ্কিনী, কলঙ্কিনী কঙ্কাবতী, সৎমা, সুবর্ণলতা, আজ কাল পরশুর গল্প, অপরূপা, বন্দিনী কমলা, খেলার পুতুল, মেঘমুক্তি, মৌচোর, দীপার প্রেম, পারাবতপ্রিয়া, সাগর বলাকা, শিলালিপি, আঙ্ক্ল, বৈদুর্য্য রহস্য, ভালবাসা ভালবাসা, হরিশশ্চন্দ্র -শৈব্যা, হুলস্থূল, বৌমা, লালমহল, পরিণতি, অর্পণ, দোলনচাঁপা, একান্ত আপন, প্রতিকার, আগুন, অন্তরঙ্গ, ছোট বউ, কিডন্যাপ, প্রতীক, আমার শপথ, অপরাহ্ণের আলো, বিদায়, নিশিবন্ধু, প্রণমি তোমায়, আপন আমার আপন, হীরক জয়ন্তী, মহাজন, সহেলী, সংক্রান্তি, সতী, অভাগিনী, মহাপৃথিবী, পথ ও প্রাসাদ, প্রেম পূজারী, রূপবান, সজনী গো সজনী, সিঁদূর, অন্তর্ধান, অনুতাপ, বন্ধু, মহাশয়, শ্বেত পাথরের থালা, অনুভব, দান প্রতিদান, মায়ের আশীর্বাদ, পদ্মা নদীর মাঝি, প্রজাপতি, প্রথমা, প্রেমী, রাজার মেয়ে পারুল, সুখের স্বর্গ, তাহাদের কথা, আব্বাজান, অজানা পথ, বাবা লোকনাথ, ধূষর গোধূলি, নাগপঞ্চমী, নীলাঞ্জনা, সন্ধ্যাতারা, শেষ চিঠি, হুইল চেয়ার, অন্তরতম, বেপরোয়া, ভাগ্য়দেবতা, দৃষ্টি, জীবন যোদ্ধা, কুমারী মা, মেজবউ, মোহিনী, নাগিনকন্য়া, সংঘর্ষ, বেয়াদপ, লাঠি, মুখ্য়মন্ত্রী, Naach Nagini Naach Re, প্রাণ সজনী, উনিশে এপ্রিল, ভালবাসা, বিদ্রোহ, দামু, লাল দরজা, সেদিন চৈত্রমাস, শ্রীমান ভূতনাথ, আমার মা, আজব গাঁয়ের আজব কথা, দহন, দাহ, হঠাৎ বৃষ্টি, জীবনতৃষ্ণা, নয়নের আলো, সূর্যকন্য়া