ঠিকানা: ৭৩/৭, অরবিন্দ সরণি, কলকাতা ৬
শুভারম্ভ: ১৯৫৫
এখন: ভেঙে শপিং মল হয়েছে
ব্যবসা করার স্বপ্ন নিয়ে ঢাকা থেকে কলকাতায় এসেছিলেন নাগরচন্দ্র পোদ্দার। স্বপ্ন সফল হয়েছিল নাগরচন্দ্রের। ব্যবসা হল, পয়সা হল। পার্ক সার্কাসে বিরাট বাড়ি হল। এমনিতে পদবী দে, পোদ্দার হল উপাধি। ওঁর ছেলেরা দে লিখতেন। পাঁচ ছেলে নাগরচন্দ্রের— সুরেশচন্দ্র, দীনেশচন্দ্র, রামপাল, অশেষপাল আর গোবিন্দলাল। পাঁচ পুত্রবধূ সুরমাময়ী, সুরবালা, জ্যোৎস্নারানি, লতিকারানি এবং মায়ারানি। দে পরিবারের সিনেমায় উৎসাহের পিছনে এই প্রমীলাকুল। গ্রে স্ট্রিটে মতিমহল নামে একটি নাট্যমঞ্চ ছিল। শোনা যায়, হীরালাল সেনের দাদা মতিলাল সেনের কাছ থেকে জমি নিয়ে মঞ্চটি তৈরি হয়েছিল। তাই নাম মতিমহল। এই মঞ্চই দে পরিবারের হাতে এসে সিনেমা হলে পরিণত হয়। নাম রাখা হয় বিধুশ্রী।
পুনশ্চ
নাগরচন্দ্র পোদ্দারের স্ত্রী বিধুবালা দেবীর নামেই এই হলের নাম হয় বিধুশ্রী।