ঠিকানা: ৩২, শ্যামাপ্রসাদ মুখার্জী রোড, কলকাতা ২৫
শুভারম্ভ: ৫।১।১৯৫১
প্রদর্শিত প্রথম ছবি: বহুরানী
এখন: ভাঙা পড়েছে
রূপবাণী ও অরুণার প্রতিষ্ঠাতা নান পরিবারেরই আর একটি প্রেক্ষাগৃহ, ভারতী। ভবানীপুরে লাহাদের জমিতে গড়ে ওঠা শান্তি থিয়েটারই পরে লিজে নিয়ে ভারতী সিনেমা হল হয়। রূপবাণী-অরুণা-ভারতী একত্রে বাংলা ছবির অন্যতম বড় চেন ছিল। সাধারণত শো টাইম থাকত ১-৪-৭। ভারতীতে এক কালে উচ্চাঙ্গ সঙ্গীতেরও অনেক বড় বড় আসর হয়েছে। পরিবেশক সংস্থা মিতালি ফিল্মসের অফিসও এখানেই ছিল।
উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)
হারানো সুর (১৯৫৭), অপুর সংসার (১৯৫৯), চাওয়া পাওয়া (১৯৫৯), গলি থেকে রাজপথ (১৯৫৯), সপ্তপদী (১৯৬১), তিন কন্যা (১৯৬১), কাঞ্চনজঙ্ঘা (১৯৬২), কাঁচের স্বর্গ (১৯৬২), উত্তর ফাল্গুনী (১৯৬৩), জতুগৃহ (১৯৬৪), থানা থেকে আসছি (১৯৬৫), গল্প হলেও সত্যি (১৯৬৬), চিড়িয়াখানা (১৯৬৭), গৃহদাহ (১৯৬৭)