চিত্রগৃহের বিবরণ
প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
ঠিকানা: ২০, দেশপ্রাণ শাসমল রোড, কলকাতা ৩৩
শুভারম্ভ: ২৯।৫।১৯৪৭
প্রদর্শিত প্রথম ছবি: আট দিন
এখন: বন্ধ
বিধুশ্রী, আলোছায়ার মতো সিনেমা হলের মালিক, দে পরিবারই দক্ষিণে ভবানী সিনেমা হলেরও প্রতিষ্ঠাতা।
দক্ষিণে ভবানী। প্রথম দিকে হিন্দি, বাংলা দু'রকম সিনেমাই দেখানো হত। সময়ের সঙ্গে দর্শক সমাগম কমল। শেষের দিকে প্রধানত ভোজপুরী ছবি দেখানোর কেন্দ্র হিসেবেই পরিচিতি পেয়েছিল ভবানী।
পুনশ্চ
পণ্ডিত রবিশংকর পথের পাঁচালীর রাফকাট দেখেছিলেন ভবানী সিনেমা হলে বসে। তার পরে তিনি টানা দশ ঘণ্টা কাজ করে ছবিটির আবহসঙ্গীত তৈরি করে দেন।অনেক দিন অবধি পয়লা জানুয়ারির দিনে এই প্রেক্ষাগৃহে শিশুদের জন্য ছবি দেখানো হত। শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ব্রজেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের স্মৃতিতে তাঁর পরিবার পরিজনই এর উদ্যোক্তা ছিলেন। ব্রিটিশ-ভারতীয় গায়ক-অভিনেতা অ্যাশ কিং ব্রজেন্দ্রনাথের নাতি।