সিনেমার আয়নায় সতত ফুটে ওঠে আমাদেরই প্রতিবিম্ব। সিনেমার ওপর লেখা বই হল আরেকটা আয়না, যার মাধ্যমে আমরা অসংখ্যবার ফিরে যেতে পারি, ঘুরিয়ে বাঁকিয়ে দেখতে পারি সেই সব প্রতিবিম্বকেই। এই বিভাগে বাংলা সিনেমা সংক্রান্ত বইয়ের তথ্য আমরা ১৮টি বিষয়-তালিকায় ভাগ করে সাজালাম। বিষয়গুলির মধ্যে পাবেন, দিকপালদের জীবনী স্মৃতিকথা, সিনেমা তৈরির কারিগরি সব কিছুই। এটা অবশ্যই কোন চূড়ান্ত তালিকা নয়,সূচনা মাত্র। ছবিপাগল বই পড়ুয়াদের জন্য আমরা খুব দ্রুত আপডেট করে যাব এই তালিকা।