বুকলেট

প্রথম পাতা > বুকলেট

চলচ্চিত্র তৈরি করা মানেই কি দর্শকের কাছে পৌঁছনো? নিশ্চয়ই নয়। প্রচারের গুরুত্ব সেখানে বিরাট। ট্রেলার-টিজারের আগের যুগে সিনেমার প্রচারবস্তু হিসেবে প্রেক্ষাগৃহের সামনে বিক্রি হত বিশেষ ভাবে তৈরি পুস্তিকা। উদ্দেশ্য দুটো: সিনেমাটির প্রচার আর দর্শক আকর্ষণ। ওই সব পুস্তিকায় তাই থাকত কাহিনির সারাংশ, স্থিরচিত্র, অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীদের নাম, এমনকি গানের কথাও। এই সব পুস্তিকা এতটাই জনপ্রিয় ছিল যে কোন কোন পণ্যবস্তু ক্রেতা টানার জন্য তাদের বিজ্ঞাপনও সেখানে দিত। ১৯৩০ থেকে ১৯৭০ দশক পর্যন্ত বিভিন্ন দশকের এক ডজন করে প্রচার পুস্তিকার একটা গ্যালারি বিএফএ উপহার দিচ্ছে এই বিভাগে। কথা দিচ্ছি, আগামী দিনে আমরা আপনাদের দেখাতে পারব আরো আরো পুস্তিকা।