বিজ্ঞাপন
প্রথম পাতা > বিজ্ঞাপন
ঋতুপর্ণ ঘোষ এসেছিলেন বিজ্ঞাপন-জগৎ থেকে। 'দহন' ছবির জন্যে তিনি কীভাবে সংবাদপত্রে প্রচার-পরিকল্পনা করেছিলেন, জানেন কি? কিংবা জানেন কি, ঋত্বিক ঘটকের ‘সুবর্ণরেখা’ ছবির বিজ্ঞাপন হয়েছিল ‘প্রাপ্তবয়স্কদের জন্য’ বলে? অথবা জানেন কি ‘কলঙ্কিনী কঙ্কাবতী'ছবির সঙ্গে ক্ষুদ্র শোকলিখনে উত্তমকুমারকে ‘অমর’ বলে শ্রদ্ধা জানানোর খবর? এই বিভাগে সংবাদপত্রের পাতা উল্টে আমরা দেখব বাংলা ছবির বিজ্ঞাপন লেখার গড়ন-ধরন ছিল কেমন।